সৌদি আরবের রিয়াদে ফুড সাপ্লাই সরবরাহকালে সড়ক দুর্ঘটনায় শামীমুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে।গত বুধবার সড়ক দুর্ঘটনায় আহত হলে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে সৌদি আরবের রিয়াদের হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। শামীমুল ইসলাম বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গ্রামের শুক্কুর আহমেদ ভূইয়ার ছেলে। নিহতের ছোট ভাই ও বুড়িচং উপজেলা ছাত্রলীগের নেতা সাহাবুদ্দিন সোহাগ জানান,গত ৬ মাস আগে তার ভাই সৌদি আরব গিয়ে ফুড সাপ্লাইয়ারের কাজ করছিল। তার ৮ বছরের একটি ছেলে ও ২ বছরের একটি মেয়ে রয়েছে। লাশ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে।তার মৃত্যুতে এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।
