বুড়িচং উপজেলা পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুরে যুব সংঘ কর্তৃক আয়োজিত বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল হোন্ডা কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শুক্রবার বিকেলে গোবিন্দপুর গোমতী নদীরে অবস্থিত গোমতী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করেন এতবারপুর ন্যাশনাল ক্লাব বনাম যদুপুর যুব উন্নয়ন সংঘ ফুটবল একাদশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ হাজী মোঃ মিজানুর রহমান। খেলায় আলহাজ্ব ডা. ইসরারুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্রাহ্মণপাড়া মোশাররফ খান চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি এল এম গ্রুপের চেয়ারম্যান এম এ মতিন এমবিএ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরো এশিয়া লেদার কালেকশানের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আলিম।খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সার্ভেয়ার মো. আবু হানিফ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর যুব সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম বাবু, গোল্ডেগোল্ডেন লাইফ ইন্সুইরেন্সে উপস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ভূইয়া, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মীর কাশেম, বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ আব্দুল কুদ্দুস ডিলার, বিশিষ্ট শিল্পপতি মো. হাবিবুর রহমান রনি, হাজী আব্দুল মান্নান মেম্বার, আতিকুর রহমান আবুল মেম্বার প্রমুখ। ৬০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-৪ গোলে আবারও খেলা ড্র হয়। পরে ২য় ট্রাইবেকারে ১-০ গোলে জয় লাভ করে যদুপুর যুব উন্নয়ন সংঘ ফুটবল একাদশ। দ্বিতীয় ফাইনাল খেলাটি আজ রোববার বিকাল ৩ ঘটিকায় গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।