কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত তিন তরুণ-কিশোরের একজন দেবীদ্বারের সাইফুলের পরিবারের কবরের জায়গা না থাকায় তার শেষ ঠিকানা হল অন্যের জায়গায়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাদ আসর দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের গোমতী নদীর পাড় ছাত্তার কন্ট্রাক্টরের জমিতে নিহত সাইফুলকে কবরস্থ করা হয়। নিহত সাইফুল ইসলাম (১৭) দেবীদ্বার পৌর এলাকার নিউমার্কেট (বানিয়াপাড়া) মাটিয়া মসজিদ সংলগ্ন মোখলেসুর রহমানের ছেলে। উল্লেখ্য, বুধবার (২৩ এপ্রিল) ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুর গ্রামে ঢাকা চট্টগ্রাম রেল পথে ট্রেনে কাটা পড়ে সাইফুলসহ ৩ তরুণ-কিশোর মারা যায়।