কুমিল্লার বুড়িচং উপজেলা মৎস্য চাষ বৃদ্ধির লক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পয়াত বিলের হরিপুর বিল নার্সারিতে বিভিন্ন প্রজাতির মাছের রেনু অবমুক্ত করা হয়েছে।( ২৩ এপ্রিল) বুধবার সকাল ১০ টায় বিল নার্সারিতে মাছের রেনু অবমুক্ত করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,মৎস্য চাষী নাজমুল হাসান চৌধুরী লিটন, এরশাদুল হক শান্ত,মোঃ ইউনুছ মিয়াসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী এবং মৎস্যচাষীবৃন্দ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, পয়াত বিলে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য দক্ষিণ হরিপুর বিল নার্সারিতে দুই কেজি রুইজাতীয় (রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, বাটা, কার্পিউ) মাছের রেনু মজুদ করা হয়। যেন বৃষ্টি হলে এই রেনুগুলো বিলের চারদিকে ছড়িয়ে পড়ে এবং মৎস্যচাষীরা উৎপাদন বৃ্দ্ধি করতে পারে।