কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাধবপুরে ঢাকা- চট্রগ্রাম রেলসড়কে ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশ দুই যুবক টোকাই পরিচয় পেয়েছে একজন অজ্ঞাত রয়েছে। তবে পুলিশের ধারণা অপর জনও টোকাই ছিলেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন পথের ডাউন লাইনের ১৬২/০১ এর কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাদবপুর এলাকায় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়রা জানান, ভোরে ঘটনাস্থলের কাছাকাছি ট্রেন কয়েকবার হুইসেল দেয়। তখন হয়তো ওই তিন যুবক ট্রেন কাটা পড়ে। সাইফুল ইসলাম নামের ওই যুবক তার বাবা-মায়ের সঙ্গে কুমিল্লা রেলওয়ে স্টেশনেই থাকতেন। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। মাদকাসক্ত হয়ে কাজ ছেড়ে দিয়ে ‘টোকাই’ হয়ে যান বলে পরিবার জানিয়েছে।সাইফুলের বাবা মোখলেছুর রহমান এবং মা আসমা বেগম কুমিল্লা রেলওয়ে স্টেশনে ৫০ গজের মধ্যে একটি পরিত্যক্ত বসবাস করেন।নিহত সাইফুলের পরিবার জেলার দেবিদ্বার উপজেলার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।তাদেরও নির্ধারিত কোনো পেশা নেই।বাবা-মা ভিক্ষা বৃত্তি করে সংসার চালাতেন।অপর যুবক নাম তুহিন (১৭)। বাবা মার পরিচয় গ্রামের ঠিকানা পাওয়া যায়নি। অপর অজ্ঞাত যুবক একই পথিক বলে ধারনা করা হচ্ছে।সে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আশেপাশে টোকাই এর কাজ করতের বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ নিশ্চিত করেছেন। স্থানীয় সোহেল নামে এক যুবক জানায়, লোক মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। এসময় তিনি ২ যুবককে জীবিত দেখতে পান। তাদের পা ও হাত কাটা ছিল। তাদের সাথে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সময় আহত দুই যুবক বাঁচানোর জন্য আকুতি করছিল ও পানি চাইছিল। এর কিছুক্ষণ পরই একে একে দুই যুবক মারা যান। এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক তালাশ বাংলাকে জানান, ভোরে খবর পেয়ে তিনি সর্বপ্রথম ঘটনাস্থলে আসেন। এবং রেল লাইনের উপরে খন্ড-বিখন্ড মরদেহগুলো দেখতে পান। পরবর্তীতে তিনি রেলওয়ে পুলিশকে খবর জানান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার করেন। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা আরও জানান ট্রেনে কাটা পড়া লাশগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।