কুমিল্লায় ফুটবল খেলার সময় গোমতী নদীর চরের গভীর খাদে পড়ে সিজান নামের ১৩ বছর বয়সী কিশোর মারা গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধের ভেতর এই ঘটনা ঘটে। সিজান কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মো. সুমন মিয়ার ছেলে। বাবার চাকরির সূত্রে তারা ঢাকায় থাকেন।গত কয়েক দিন আগে আমতলীতে তার মামা মাসুম মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বিকেল ৪টার দিকে আমতলী এলাকার গোমতী নদীর বেড়িবাঁধের নিচে গোমতীর চরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় সিজান। এ সময় মাটি ব্যবসায়ীদের কেটে নেওয়া জমির খাদে ফুটবল পড়ে গেলে সিজান ফুটবল আনতে গেলে প্রায় ৩০-৩৫ ফুট গভীর খাদে পড়ে তলিয়ে যায়। পরে তার সঙ্গীরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন।ঘটনাস্থলে এলাকাবাসী আসতে আসতে সিজান খাদের পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন টানা দুই ঘণ্টা খাঁদে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গভীর খাদের তলানি থেকে সিজানকে উদ্ধার করা হয়। তাকে পুলিশ ও স্বজনেরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মো.জহিরুল ইসলাম বলেন, ‘সিজান খাদে পড়ে যাওয়ার মুহূর্তটি আমি নিচে দেখেছি। তবে আমি খাদের অন্য পাড়ে ছিলাম। দৌড়ে এসে তাকে তুলতে গিয়েও পারিনি। সঙ্গে সঙ্গে পানিতে নেমে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সন্ধ্যায় জিসানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’ কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম জানান, সিজান নামে ওই কিশোর ফুটবল খেলতে গিয়ে খাদের পানিতে ডুবে মারা যায়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করের। সিজানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *