কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে চু’রির অপবাদ সহ্য করতে না পেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মো. সবুজ (২৮)। দগ্ধ অবস্থায় ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় চান্দিনা উপজেলা সদরের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। মো. সবুজ গড়ামারা গ্রামের আমির হোসেনের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চু’রির মিথ্যা অপবাদে চরম অপমানিত হয়ে পড়েন সবুজ। মানসিকভাবে ভেঙে পড়া সবুজ গত সপ্তাহে আত্মহত্যার উদ্দেশ্যে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও দেহের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় ছয়দিন পর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিকভাবে এ ধরনের অপবাদ এবং অপমানজনিত ঘটনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী