কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গত আট দিনে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় মো. মাহিন নামের একজনকে আটক করা হয়। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ অভিযানে ২৭ ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ কার্যক্রম রোধে বিজিবি তৎপর আছে। তিনি এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া সীমান্ত এলাকায় গত ১১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অভিযানে প্রায় এক কোটি ৯৭ লাখ টাকার পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে কিসমিস ২৭ কেজি, গরু দুইটি, চকলেট ৯৩৫ পিস, চা পাতা দুই কেজি, চাউল সাত হাজার ৫৮৫ কেজি, চিংড়ি মাছের রেনু ৮১ বক্স, চিনি ৮৩২ কেজি, ডরমিন মলম ২৭৫ পিস, চুলে দেওয়ার তেল ৮১ বোতল, দুধ এক কেজি, পন্ডস পাউডার এক হাজার ৫৮৪ পিস, ফুসকা ৮১৮ কেজি, বিভিন্ন প্রকার বাজি ৫৩ হাজার ৬০১ পিস, বিভিন্ন প্রকার মোবাইল ফোন সেট ১৬৮ টি, বিভিন্ন প্রকার মোবাইল ফোন ডিসপ্লে ২৪৩ পিস, নেহা মেহেদি এক হাজার ১৩৮ পিস, অ্যানার্জি ড্রিংকস ৭৮৭ বোতল, শাড়ি ৩১ পিস, শ্যাম্পু ২৩৫ পিস, সাবান ৭৯ পিস, বাংলাদেশি অটোরিকশা একটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *