কুমিল্লার বুড়িচংয়ে মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে আল আমিন(২৭) নামে এক চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (১৮ এপ্রিল) শুক্রবার বেলা ১১টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায়।মৃত্যুর বিষয়টি তালাশ বাংলাকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। নিহত চালক মোঃ আল আমিনের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনের একাধিক বস্তা বোঝাই করে ব্যাটারিচালিত অটোরিকশাটি বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় এসে খাদে পড়ে যায়। এতে চালক আলামিন ওই অটোরিকশাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা আরো জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়ে যায় চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওসি আজিজুল হক তালাশ বাংলাকে জানান, খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটিকে জব্দ করে।