গাজায় চলমান ‘গণহত্যার’ প্রতিবাদে ইসরায়েলি পর্যটকদের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মালদ্বীপ সরকার। এক আইনে মালদ্বীপ সরকার ঘোষণা করেছে যে, তারা ফিলিস্তিনি জনগণের প্রতি ‘দৃঢ় সংহতি’ প্রকাশ করে ইসরায়েলি নাগরিকদের এই বিলাসবহুল পর্যটন দ্বীপপুঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সংসদে আইনটি অনুমোদনের পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু তা অনুমোদন করেন। খবর আলজাজিরার। রাষ্ট্রপতির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও ধারাবাহিক গণহত্যার প্রতিবাদে সরকারের দৃঢ় অবস্থানই এই অনুমোদনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি মালদ্বীপ তার অটল ও দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। ১ হাজার ১৯২টি কৌশলগতভাবে অবস্থিত প্রবালদ্বীপ নিয়ে গঠিত ছোট্ট একটি ইসলামি প্রজাতন্ত্র মালদ্বীপ। দেশটির খ্যাতি রয়েছে, নিভৃত সাদা বালির সৈকত, অগভীর ফিরোজা লেগুন এবং রবিনসন ক্রুসো-ধাঁচের একান্ত অবকাশ যাপন স্থান হিসেবে। সরকারি তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে মালদ্বীপে অন্যান্য ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটকের মধ্যে মাত্র ৫৯ জন ইসরায়েলি পর্যটক দেশটি সফর করেছিলেন।