ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্বিচারে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় এনসিপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র-জনতা,বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন। (৭ এপ্রিল ২০২৫) সোমবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যস্ত বুড়িচং সদর ও ব্রাহ্মণপাড়া সদরসহ বিভিন্ন সড়কে এ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিলে শ্লোগানে শ্লোগানে মুখোরিত ছিল,ফিলিস্তিনি জিন্দাবাদ,জিন্দাবাদ,ইসরাইলের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও । ইহুদিদের দালালরা হুঁশিয়ার সাবধান। নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’। বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতারা তাদের বক্তব্যে বলেছেন, আমরা দেখতে পাচ্ছি । ইসরাইলের গুন্ডারা বিশ্ব সন্ত্রাসীরা মুসলমানদের কে গাজায় নির্বিচারে হত্যা করছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর কাছে দাবি করছি। দ্রুত সময়ের মধ্যে জাতিসংঘের কাছে ফিলিস্তিনদের রক্ষায় কার্যকর ভূমিকা পালন করুন। তারা আরো বলেন, সারাবিশ্বের মুসলমানদের ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে বুড়িচং উপজেলা ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহণ করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার, এনসিপির নেতা সাব্বির, তানিম,পিয়াস সহ সাধারণ জনতা ও বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *