গাজা থেকে ছোড়া প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রের কিছু টুকরো আশকেলন এবং গ্যান ইয়াভনে অঞ্চলে পড়ে। এতে কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত তিনজন সামান্য আহত হন। বর্তমানে হামলার বিস্তার এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ যাচাই-বাছাই করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। প্রায় এক মাস ধরে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদার বাহিনী, যার ফলে সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে। স্থানীয়রা একে ‘দমবন্ধকর পরিস্থিতি’ বলে বর্ণনা করছেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *