কুমিল্লার বুড়িচং – ব্রাহ্মণপাড়া সড়কে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে সিএনজি ও বাসসহ ৯ পরিবহনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। (৬ এপ্রিল ২০২৫) রোববার ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের সিএনজি স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এসময় থানা পুলিশ সাথে ছিলেন। ইউএনও মাহমুদা জাহান জানায়,আজ ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ডে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। সিএনজি ও বাস ভাড়ার বিষয়টি তদারকি করা হয় ও যাত্রীদের সাথে কথা বলা হয়। এসময় নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া নেওয়ায় ৯ টি পরিবহনে মোট ১৬,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *