বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা অন্তর্ভূক্ত বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ( ৪ এপ্রিল ২০২৫) শুক্রবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি এর স্বাক্ষরিত দলীয় প্যাডে হাজী এটিএম মিজানুর রহমান বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক ও হাজী জসিম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হলেন কবির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.কামাল হোসেন এবং অপরদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হাজী মো.আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক শাহ আলম খোকন। দলীয় নেতাকর্মীদের কাছ থেকে জানা যায়,হাজী এটিএম মিজানুর রহমান বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন, অপর দিকে হাজী জসিম উদ্দিন কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও বর্তমানে নতুন কমিটির সদস্য এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। এই দুই নেতাই কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী হয়ে দলীয় নমিনেশন দাখিল করার আশ্বাস দিয়েছে বিভিন্ন জনসভায় নেতাকর্মীদের কাছে। উক্ত নতুন আহ্বায়ক কমিটিতে পুরাতন নেতাকর্মীরা ঘুরেফিরে পদ-পদবীতে থাকায় এবং নতুন নেতাকর্মীরা স্থান না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

উক্ত আহ্বায়ক কমিটি ঘোষণার পর পরই বুড়িচং উপজেলা ছাত্রদল নেতা সাইফ উদ্দিন সবুজ তার ফেসবুক আইডিতে লিখেছে যে,’আহ্ দল! অযথা কি দরকার ছিল এক পেইজ কাগজ নষ্ট করে পূর্বের কমিটি বিলুপ্ত করার? নির্ধারিত ফি আদায় পূর্বক রিনিউ করে দেওয়ার জন্য? মানুষ মনে করেছিল বুড়িচং ব্রাহ্মণপাড়ায় নতুন কমিটি করার জন্য পুরাতন কমিটি বিলুপ্ত করেছে। এখন দেখা গেলো বেশি মূল্যের নতুন ক্রেতা খুঁজে না পাওয়ায় পুরাতন লাইসেন্সটা নতুন করে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।’

এছাড়াও দুই নেতার সমর্থকরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতেও দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *