নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলা চালিয়েছে বিএনপি। এতে হান্নান মাসুদসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে হান্নান মাসুদের নেতৃত্বে বিক্ষোভ করছেন তার নেতাকর্মীরা। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, গেল শনিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের তার নিজ এলাকা নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় সাধারণ মানুষের খোঁজখবর নিতে এলাকায় যান। বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার সময় এ হামলা ঘটনা ঘটিয়েছে বিএনপির অনুসারীরা এমনটাই দাবি হান্নান মাসুদের অনুসারীদের।