কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া নতুন বাজারের দোকানে চুরি করতে এসে হাতেনাতে চোর সাদ্দাম হোসেনকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। বিচার করার আশ্বাস দিয়ে ইউপি সদস্যের মাধ্যমে চোরকে ছাড়িয়ে নিয়ে দোকানের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল কাদের খন্দকারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। (২৪ মার্চ ২০২৫) সোমবার বিকেলে দোকানের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল কাদের খন্দকার জানায়,ষোলনল ইউনিয়ন খাড়াতাইয়া নতুন বাজারে ক্রমাগত চুরি-ডাকাতি বৃদ্ধি ও চোরকে ধরে সুষ্ঠু বিচার না পেয়ে রোববার সকালে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে নতুন বাজার ব্যবসায়ী ও গ্রামবাসীরা মানববন্ধন করেন।

ভুক্তভোগী আব্দুল কাদের খন্দকার বক্তব্যে বলেন,গত ১৫ মার্চ,শনিবার ভোরে তার মুদি দোকান খুলতে এসে দেখেন চোর লুকিয়ে রয়েছে।চোর দেখে স্থানীয়রা এসে গণধোলাই দেয়। এসময় খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য জালাল উদ্দিন এসে বিচারের আশ্বাস দিয়ে চোরকে ছাড়িয়ে নেয়। চোরকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা বাবদ ইউপি সদস্য জালাল উদ্দিন টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ইউপি সদস্যের পরামর্শে চোরের মাধ্যমে কোর্টে মামলা দিয়ে হয়রানি করছে

দোকান মালিক আরও জানায়,চোর সাদ্দাম হোসেনকে আটক করলে এলাকাবাসীর কাছে জবানবন্দি দেয় সহযোগী চোর শাহ আলমকে সাথে নিয়ে দোকানের মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। চোরের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে ওসি অভিযোগ রাখেনি বরং কোর্টে পাল্টা মামলা দিয়ে আমাকে হয়রানি করছে চোর চক্র। চোর ওই এলাকার মৃত আবু তাহের দর্জির ছেলে সাদ্দাম হোসেন(৩১),অপরজন শের আলীর ছেলে মোঃ শাহ আলম (৩৫)। মানববন্ধনে উপস্থিত ছিলেন দোকানের পরিচালক সহিদুল ইসলাম খন্দকার, অভিযুক্ত ইউপি সদস্য জালাল উদ্দিন,সাবেক ইউপি সদস্য মো.আব্দুল মান্নান মুনাফ,বাজার কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন,সেক্রেটারী সুমন মিয়া,বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন,ডা.মো.দুলাল,মো.জালাল উদ্দিন ফার্মেসি,মো.জাহাঙ্গীর আলম,মো.দেলোয়ার হোসেন,মো.আব্দুল জলিল,মো.আব্দুল মান্নান,মো.তপন,মো.তোফায়েল আহমেদ,মো.কাসাদুল হক,মো.মামুনুর রশিদ, মো.সাইফুল ইসলাম বাজারের সকল ব্যবসায়ী ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউপি সদস্য জালাল উদ্দিন তালাশ বাংলাকে বলেন,চোর ধরে আমাকে কল দিলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি চোরকে গণধোলাই দিচ্ছে।আহত চোরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি। চোরে বিচার না মেনে কোর্টে গিয়ে মামলা দিয়েছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক তালাশ বাংলাকে জানায়,নতুন বাজারে একটি চুরি ঘটনা ঘটেছে। ভোক্তভোগি আমার কাছে আসলে আমি আহত চোরকে চিকিৎসা করিয়ে আসার জন্য পরমর্শ দেই।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *