এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূইয়া ফাউন্ডেশনে উদ্যোগে পবিত্র মাহে রমজানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার মাঠে আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ সেবক ফরিদ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.জাহাঙ্গীর আলম ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন নূরুল ইসলাম চেয়ারম্যান, শাহ আলম মাস্টার ও মাদ্রাসার মুহতামিম হাফেজ নূরুল ইসলাম।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মনোহরপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এড.জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও সমাজের সকলকে নিয়ে মাদ্রাসার এতিমদের সাথে ইফতার করতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি সবসময় চেষ্টা করি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের অসহায়, গরীব ও এতিমদের পাশে থাকার। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *