পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মেয়ের শ্বশুর, জামাতা ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর শনিবার বিকেলে শ্বশুর ছেরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। অভিযোগে উল্লেখ করা হয়, সাতমাস আগে কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের আছমা আক্তারের (ছদ্মনাম) সাথে শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাড়ির ছেরু মিয়ার ছেলে ওমান প্রবাসী সাইফুলের সাথে মোবাইল ফোনে বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর ছেরু মিয়া নিজের বউ আয়েশা বেগম অসুস্থ বলে পুত্রবধূ আছমা আক্তারকে শাশুড়ির সেবা করার জন্য নিজ বাড়িতে নিয়ে আসেন।
গত ৪ মাস আগে আছমার স্বামী ওমান থেকে ছুটিতে দেশে আসেন। গত ১৮ মার্চ সাইফুল তার স্ত্রীকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন। সাইফুল জানতে চাইলে আছমা আক্তার বলেন, তার শ্বশুর তাকে একাধিকবার ধর্ষণ করেন। কাউকে বললে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেন।
ঘটনা জানার পর মো. সাইফুল ও তার মা আয়েশা বেগম উল্টো গত ১৮ মার্চ বিকেলে আছমা আক্তারকে মারধর করে গর্ভপাত করানোর জন্য ক্লিনিকে নিতে চায়। কিন্তু আছমা আক্তার রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখে। পুলিশের একটি সূত্র জানায়, ছেরু মিয়াকে জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। একাধিকবার এমন কাজ করেছেন বলেও জানিয়েছেন। তাকে কারাগারে নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।