কুমিল্লা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হয়েছেন এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ । ১৯ মার্চ বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অণুবিভাগের উপ সলিসিটর সানা মোহাম্মদ মাহরুফ হোসেইনের স্বাক্ষরিত চিঠিতে কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি ) পদে মোঃ আরিফুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয় । অ্যাডভোকেট মোঃ আরিফুল ইসলাম বারে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা বাকশিমুল ইউনিয়ন পালটি রাজাপুর গ্রামে । তার বাবা মৃত মোঃ তাজুল ইসলাম । তিনি গত দশ বছর ধরে কুমিল্লা জজ কোর্টে আইনজীবী হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন। এডভোকেট মোঃ আরিফুর রহমান শ্রাবণ বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে নতুন যাত্রা আপনাদের সকলের নিকট দোয়া চাই। আমি সমাজসেবা ও মানবিক কার্যক্রমে অবদান রাখতে চাই। আমি বিশ্বাস করি মেধা, সততা ও সাহসিকতার মাধ্যমে এই দায়িত্ব পালন করব এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ সফলতার জন্য সবাইকে পাশে চাই ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *