জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত হলো কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে আলী আহাম্মদ (৪৫) ও ব্রাহ্মণ পাড়া উপজেলার গোপালনগর গ্রামের আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ রুবেল হোসেন (২৮)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। ওসি জানান, ছাত্র-জনতার উপর হামলার সাথে গ্রেফতারকৃত দুইজন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।