কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি। আজ বিকেলে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, (১৬ মার্চ ২০২৫) রোববার সকাল সাড়ে ৮টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) একটি টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৫৫/এম হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থানে ভারতীয় দুই নগরিককে আটক করা হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিক হলেন ভারতের সিপাহীজলা মধুপুর থানার বিশালঘর পোষ্টঅফিসের কোনাবন গ্রামের মৃত. ধীরেন্দ্র দেব বর্মার ছেলে সঞ্জিত দেব বর্মা(৩০) ও একই পিতার সন্তান বিমল দেব বর্মা(২৩)। উভয় ব্যক্তি পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানায়, আটককৃত ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পাসপোর্ট বিহীন ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *