বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মার্চ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। সাক্ষাতে তারা মূলত রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকার প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। অত্যন্ত আন্তরিকতাপূর্ন সাক্ষাতে তারা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করে ফটো সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব দুজনে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাওয়ার জন্য রওনা হয়েছেন। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম। সেখান থেকে জাতিসংঘ মহাসচিব সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। দিনভর রোহিঙ্গাদের বিভিন্ন কর্মসূচীতে অংশনেবেন তিনি। প্রধান উপদেষ্টা কক্সবারে নির্মানাধীন আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার সৌজন্যে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব।