কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি আটক করা হয়। ১২ মার্চ বুধবার ভোর ৫ টায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা মিয়া বাজার এলাকা থেকে অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয় বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ । কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করেন। ১২ মার্চ ভোর পাঁচটায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়া বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার ফুড প্যালেস নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় ৫ লাখ ৯৭ হাজার ৮০০ পিস কিং কোবরা বাজি আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান,জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। সীমান্তে চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।