বাংলাদেশের ২য় বৃহত্তম কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার তরকারি বাজার রক্ষার জন্য এবং স্থিতিশীল রাখার পক্ষে অতিরিক্ত ইজারার নামে কৃষকদের হয়রানি বন্ধের করার দাবিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে কৃষক সমাজ,রাজনৈতক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। ( ১১ মার্চ ২০২৫) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে

 ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ – ‘অতিরিক্ত ইজারার নামে চাঁদাবাজি চলবে না’ এই শ্লোগানকে সামনে রেখে নিমসার বাজার এলাকায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন,শফিক ভূইয়া, আব্দুর রশিদ,মঞ্জুর রহমান,সেলিম মিয়া,জহিরুল হক,কবির মেম্বার,বিল্লাল, শাহীন সহ বিএনপির রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক সমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। জানা যায়, মঙ্গলবার দিনে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে ২৩ টি হাট – বাজারের ইজারার ডাক ঘোষণা করেন ইএনও সাহিদা আক্তার। এর মধ্যে হাট-বাজার ইজারার দরপত্র প্রকাশেরর পর ৫ কোটি ২৮ লক্ষ ৮৯ হাজার ৯ শত ১৫ টাকায় ‘নিমসার বাজার’ এর ডাক পায় আব্দুল জলিল নামের এক ব্যক্তি। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নেতৃবৃন্দের দাবি,নিমসার বাজারে যিনি ডাক পেয়েছে তিনি স্থানীয় আওয়ামীলীগের এক নেতার আত্মীয় আব্দুল জলিল। তারা আরও জানায়,ফ্যাসিস্ট সরকার আওয়ামীলীগ সরকারের আমলে যে নিয়মে বাজার ডাক হয়েছিল এবারও একই নিয়মে বাজার ডাক হয়েছে। নিমসার বাজার অতিরিক্ত ইজারার ডাক নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বেশি করে খাজনা আদায় করবে এবং বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। অতিরিক্ত ইজারার নামে কৃষকদের হয়রানী অবিলম্বে বন্ধ না করলে অচিরেই বড় আন্দোলনের ঘোষণা করা হবে বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *