সারাদেশে একের পর এক ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে বাংলা ব্লকেড কর্মসূচি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কুমিল্লা’ ব্যানারে সকাল ১১ টা থেকে এই কর্মসূচি পালিত হয়। কুমিল্লা মর্ডান হাই স্কুল,কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। এসময়, শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবস্থান করে সড়ক অবরোধ করে। এতে যানবাহনের দীর্ঘ সারি তৈরী হয় মহাসড়কে। এ সময় শিক্ষার্থীরা, “আমি কে তুমি কে আছিয়া,আছিয়া” ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’,‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে। এসময় একাধিক শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশের বিরুদ্ধে পূর্বে লড়াই করেছি। কিন্তু এখন নিরাপদ বাংলাদেশ চাই আমরা। যেখানে নারী, শিশুরা নিরাপদে থাকবে। ধর্ষকদেরকে অতি দ্রুত ধরে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমার সোনার বাংলায় আর কোনো মা-বোন যাতে ধর্ষণের শিকার না হয়, নিপীড়নের শিকার না হয়। আমরা মেয়েরা নিরাপদ নই এখনো। ১৮ই আগষ্টে কোটবাড়িতে আমরা মেয়েরাও আন্দোলন করেছিলাম। এখন অন্তর্বর্তীকালীম সরকার আসার পর আমরা মেয়েরা কেন নিরাপদ নই। আমরা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত দেখতে চাই। এদিকে, প্রায় দুইঘণ্টা লাগাতার অবরোধের পর শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করে৷ এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে, অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। এই বিষয়ে, ময়নামতি হাইওয়ে অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, দীর্ঘ ২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সদর দক্ষিণ উপজেলা ভূমি কর্মকর্তা সৈয়দ রেফাঈ আবিদ বলেন, আঁছিয়া কে ধর্ষণের প্রতিবাদে ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আমরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। প্রায় ২ ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ সমাপ্তি ঘোষণা করে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *