৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা ( ২ মার্চ) রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর, বিআরডিবি অফিসার রাসেল সারওয়ার, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সে শেষ হয়।