কুমিল্লার কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক ও কালের কণ্ঠের বার্তা সম্পাদক ফারুক মেহেদীর লেখা কলামসমগ্র নিয়ে ‘এক মেন্যুতেই লাঞ্চ-ডিনার ব্রেকফাস্ট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইমেলার সমাপনী দিনে প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও বারিধারা ডিওএইচএস পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। বিজ্ঞাপন বিজ্ঞাপন প্রধান অতিথি জীবন কানাই দাস বলেন, ‘সাংবাদিক ফারুক মেহেদী চ্যানেল২৪-এ আমার সাবেক সহকর্মী ছিলেন। তার সঙ্গে আমার জানাশোনা প্রায় এক দশকের। গ্রন্থটি ২০২১-২২ সালের সমসাময়িক বিষয় নিয়ে লেখা নিবন্ধের সংকলন।’