কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন উন্নয়ন ফোরাম উদ্যোগে ও সুশাসনের জন্য নাগরিক সুজনের ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসবাব পত্র বিতরণ দরিদ্র পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। (২৬ ফেব্রুয়ারি ২০২৫) বুধবার সন্ধ্যায় উপজেলার ভরাসার বাজার আফসার উদ্দিন ম্যানশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সাহিদা আক্তার। সংগঠনের সভাপতি ও সমাজসেবক সাংবাদিক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক। এনামুল হক সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুজন বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী খোরশেদ আলম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সালেহ আহমেদ, বিএনপির নেতা জহিরুল ইসলাম,বিশিষ্ট শিল্পপতি অহিদুজ্জামান ফারুক, ক্রীড়া সংগঠক শহিদ হোসেন,বাজার কমিটির সাধারণ সম্পাদক শামসুল হুদা, তারেক মাহমুদ, আফতাবুল ইসলাম,সিরাজুল ইসলাম, আলমগীর হোসেন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি জয়নাল আবেদীন, ষোলনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আমেনা বেগম, ইছাপুরা কিন্ডারগার্টেনের সাবেক অধ্যক্ষ মোশারফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *