কুমিল্লার দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছে বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা-৫) নির্বাচনীয় এলাকার ৬ নেতার নাম।সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বর্ধিত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।এতে জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে কমিটি অনুমোদিত হয়েছে।উক্ত কমিটিতে বুড়িচং উপজেলার ৫ জন ও ব্রাহ্মণপাড়ার একজন নেতার নাম রয়েছে। তাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক ও বুড়িচংয়ের সন্তান কুমিল্লা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হক টাওয়ারের স্বত্বাধিকারী খন্দকার জামাল হোসেন,সদস্য ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান,সদস্য ও ব্রাহ্মণপাড়ার কৃতিসন্তান হাজী জসিম উদ্দিন জসিম,সদস্য ও বুড়িচংয়ের সন্তান এডভোকেট আ হ ম তাইফুল আলম, সদস্য ডাক্তার নজরুল ইসলাম শাহীন,সদস্য এডভোকেট শরীফুল ইসলাম।