‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সুমধুর সুর জানান দিচ্ছে আজ অমর একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের আজকের এই দিনে ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় যায় ঢাকার রাজপথ।অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বুড়িচং উপজেলার প্রশাসন।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা কমপ্লেক্সের শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্রদ্ধা নিবেদন মূহুর্তে শিক্ষার্থীরা।ছবি :তালাশ বাংলা

এর ধারাবাহিকভাবে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল উচ্চ বিদ্যালয়,বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা,বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাকশীমূল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাকশীমূল মোক্তল হোসাইন মেমোরিয়্যাল একাডেমি,বাকশীমূল ফজলুল রহমান মেমোরিয়্যাল একাডেমি কিন্ডারগার্টেন সম্মিলিত ভাবে পুষ্প স্তবক অর্পণ করে। পুষ্প স্তবক অর্পণ করা হয় বাকশীমুল নব নির্মিত শহীদ মিনারে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থীরা এক সাথে পুষ্প স্তবক অর্পণ করেন।এসম্রয বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পুষ্প স্তবক অর্পণ করেন। বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও.মফিজুল ইসলাম, বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মোঃ জামাল হোসাইন,বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন আহমেদ ইউনুস, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ,উপজেলা বিএনপি নেতা মোঃ লোকমান হোসেন , বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম খান লিটন,ওয়ার্ড বিএনপি নেতা মোঃ দানু মিয়া ডিলার,মোঃ জজু মিয়া,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সোহেল আহমেদ সেলিম, ,বাকশীমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন,সাংবাদিক মারুফ হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জজু মিয়া, যুবদল নেতা মোঃ আশরাফুল, কাইসার,আমিন,ছাত্রদল নেতা সাগর আহমেদ রাজ, ইঞ্জিনিয়ার হৃদয়, ছাত্র নেতা মোঃ হাসিব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *