হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজা নামক স্থান হতে ১৩.২৫ টন নিষিদ্ধ পলিথিন আটক করে।পুলিশ জানায়,মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ৬টায় এসময়ে চালক আসামী মোঃ উজ্জল হোসেন (২৮), পিতা-আব্দুল সামাদ, সাং-বেনাপোল দিঘিরপাড়, পোস্ট-শর্শা, থানা-শর্শা, জেলা-যশোর সহ নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যান নং-ঢাকা মেট্রো-ট-২৪-৫৪২০ আটক করা হয়। উক্ত কাভার্ডভ্যান হতে ৮০ কেজি ওজনের ১০০ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১০৫ টি বস্তায় সর্বমোট ১৩,২৫০ কেজি বা ১৩.২৫ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয় ; যা ঢাকার ইমামগঞ্জ মধুপুর ট্রান্সপোর্ট হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। উদ্ধারকৃত পলিথিন ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এব্যাপারে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ হতে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।