কুমিল্লার চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে শাহিদা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিদা বেগম একই গ্রামের মাওলানা আবদুল মমিনের স্ত্রী। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ হিল্লাল উদ্দিন আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সোমবার ফজরের নামাজের সময় শাহিদা বেগমকে তার স্বামী মাওলানা আবদুল মমিন নামাজ পড়তে ঘুম থেকে ডেকে তুলে মসজিদে চলে যান। মসজিদ থেকে বাসায় ফিরে স্ত্রীকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশীদের জানালে তারাও খুঁজতে শুরু করেন। পরে ঘরের পেছনের সেপটিক ট্যাংক থেকে কিছুটা দূরে মাটিতে শাহিদার ব্যবহৃত জুতা ও টানাহেচড়ার দাগ লক্ষ্য করেন তারা। জুতা ও দাগের সূত্র ধরে খুঁজতে খুঁজতে স্থানীয়রা বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে মাথা নিচে ও পা ওপরের দিকে ওঠানো অবস্থায় শাহিদার মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করে।