টঙ্গীর বিশ্ব ইজতেমায় আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শুরা নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান। হাবিবুল্লাহ রায়হান জানান, তাবলীগ জামাতের সঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসেন আব্দুল কুদ্দুস গাজী। শুক্রবার সকালে গোসল করতে গিয়ে ওই মুসল্লি অসুস্থ অনুভব করেন। সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।