বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ আজ বুধবার রাতে ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি। এ বিষয়ে প্রেস কনফারেন্স রাত ২ টা ৩০ মিনিটে। এর আগে, গত সোমবার মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা । মাইলেজ ভাতা ও সুবিধার দাবি আদায়ের জন্য ডাকা এই ধর্মঘটের কারণে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।অনেক যাত্রীই ধর্মঘটের বিষয়টি জানতেন না। তারা স্টেশনে এসে পৌঁছানোর পর ট্রেন চলাচল বন্ধের বিষয়টি জানতে পারেন। মঙ্গলবার সকালে কমলাপুরে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, আমরা রেলের রানিং স্টাফরা ১৬০ বছর ধরে যে সুবিধা পেতাম, সাবেক ফ্যাসিস্ট সরকার ২০২১ সালের ৩ নভেম্বর তা বাতিল করে দেয়। ২০২২ সালের এপ্রিলে আমরা ধর্মঘট করে ট্রেন বন্ধ করে দিলে ওই আদেশ স্থগিত করা হয়, কিন্তু বাতিল করা হয়নি। আমরা কোনো সুবিধাও পাচ্ছি না।২০২৩ সালে নিয়োগের নীতিমালায় রানিং স্টাফদের মাইলেজ সুবিধাই রাখা হয়নি। আমরা সরকারের প্রজ্ঞাপন বাতিল এবং আগে যে সুবিধা ছিল, তা ফেরত চাই।