পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনাই দিনের ভোট রাতে দিয়েছেন। আওয়ামীলীগ যখন তাদের ক্ষমতায় থাকতে দেখল, তাদের ভোট কমতে শুরু করল, তখন তারা ক্ষমতায় থাকতে কেয়ারটেগার বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালু করল। শেষ পর্যন্ত তারা কয়েকটা নির্বাচন করল, ২০১৪ সালে তামাশার নির্বাচন করল, বিনা ভোটে পাশ করল আর ২০১৮ সালে দিনের ভোট রাতে হল, পৃথিবীতে কোন দেশে রাতে ভোট হয়েছে এমন ইতিহাস আছে?শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান ওই বক্তব্য দেন।তিনি আরো বলেছেন,২০২৪ সালে ভোটটাকে নষ্ট করে ফেলল,ভোটার ভোট দিতে যাওয়ার রুচি হারিয়ে ফেলল,এমনকি যারা প্রার্থী হল,প্রার্থীরাও রুচি হারিয়ে ফেলল,ভোটে টাকা খরচ,ভোটে পাশ করার বৃথা চেষ্টা বলে নির্বাচন প্রত্যাখ্যান করল। সেখানে তারা ডামী নির্বাচন দিল,কেউ যদি ভোটে না আসে কি করবে ? তারা নিজেরাই ভোট ভাগাভাগি করল। কিছু লোক বিপক্ষে দাঁড়ালো, কিছু লোক পক্ষে দাঁড়ালো। নিজেরা নিজেরাই খেলাধূলার নির্বাচন করেছিল। তিনি দেশ শাসন নিয়ে বলেন, এতোদিন পর্যন্ত যারা বাংলাদেশ শাসন করেছেন, তারা আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র চালায় নাই, শাসন ব্যবস্থা চালায় নাই, সমাজ চালায় নাই, বিচার ব্যবস্থা চালায় নাই, প্রশাসন চালায় নাই, শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে নাই। যারা আল্লাহর বিধান মতে, কোরানের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেনাই তারা সকলেই হয় কাফের, না হয় ফাসেক, না হয় জালেম। উপজেলা আমীর অধ্যাপক মেহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আমীর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির’র কেন্দ্রীয় সভাপতি মু জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা (উঃ) জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, গাজীপুর মহানগর সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা (উঃ) জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, ইউরোপীয় ইউনিয়ন মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, অধ্যাপক মুফতী আমিনুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্র শিবির’র সভাপতি মু. সানাউল্লাহ রাসেল প্রমুখ।