কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলামের বদলী খবর পেয়ে ও বিদায় জানাতে সৌজন্য স্বাক্ষাৎ করেন বুড়িচং উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।(২০ জানুয়ারি ২০২৫) সোমবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস কক্ষে গিয়ে সৌজন্য স্বাক্ষাৎ করেন বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা।এসময় উপস্থিত ছিলেন বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম সফিকুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষক সমিতির শিক্ষা ও গবেষণা সম্পাদক, কুমিল্লা জেলা শিক্ষক সমিতির সদস্য ও বুড়িচং উপজেলার স্কাউটসের সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, চান্দিনা উপজেলার শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক মো. জামাল হোসেন,কাজিমুদ্দিন খন্দকার উ/বি প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সদস্য মো: ওমর ফারুক,বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বুড়িচং উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার মোহাম্মদ ছায়েদুল ইসলাম, আদর্শ সদর উপজেলার মহিলা শিক্ষক নেত্রী ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান আক্তার,একই উপজেলার শুবরাতি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, কুমিল্লা জেলা সহকারী প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম.এ ওয়াহেদ মিয়া,রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ হেল মুকিদ,মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক বাছির আহাম্মদ,বরুড়া উপজেলা শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান,দেবিদ্বার উপজেলার শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক ফারুক আহমদ, সাইচাপাড়া উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ও কুমিল্লা জেলা শিক্ষক সমিতির সদস্য প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষকরা প্রতিনিধিকে বলেন,একজন আদর্শ মানুষ যার সাথে কুমিল্লা বোর্ডের সকল আধুনিকতার ছোঁয়া জড়িত, জড়িয়ে থাকবে শিক্ষা বোর্ডের অধীনস্থ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতা। একজন সফল উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহীদুল ইসলাম নিজের ইচ্ছায় শিক্ষা মন্ত্রনালয়ে মাউশিতে আবেদন করেছিলেন বদলী হওয়ার জন্য। আবেদনের প্রেক্ষিতে গতকাল বদলীর অর্ডার হয় তাই বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠানের শিক্ষকরা সৌজন্য সাক্ষাৎ করতে আসেন এবং কুশল বিনিময় করেন।এসময় উপস্থিত সকলে শহীদুল ইসলামের সুস্থজীবন ও পরবর্তী কর্মজীবনের জন্য দোয়া করেন।