ছবি: তালাশ বাংলা প্রতিনিধি

ঢাকা রাজধানী ফ্লাইওভার থেকে এশিয়া লাইন নামক বাসে করে দুই দুবাই প্রবাসী বাড়ি ফেরার পথে র‍্যাবের পরিচয়ে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয় তুলে নিয়ে বিদেশি মালামালসহ সর্বস্ব লুট নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। (২০ জানুয়ারি ২০২৫) সোমবার বিকেলে তালাশ বাংলাকে কাছে বিষয়টি নিশ্চিত করেন ভোক্তভোগি দুবাই প্রবাসী ও বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের বাসিন্দা আবু হানিফ। এ বিষয়ে দুই প্রবাসী নারায়নগঞ্জ বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে দুবাই প্রবাসী আবু হানিফ ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিষ্ণুপুর এলাকার কামাল ভূঁইয়া ছেলে দুবাই প্রবাসী রাজিব ভূঁইয়া গত ১৪/০১/২০২৫ইং তারিখে ভোর ৪টায় বিমানের মাধ্যমে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

তারা দুইজন একই সাথে প্রাইভেটকার ভাড়া করে বাইতুল মোকাররম মার্কেটে গিয়ে ডলার ভাঙিয়ে বেলা দেড়টার দিকে রাজধানীর ফ্লাইওভার থেকে এশিয়া লাইন(ঢাকা মেট্রো-চ- ১৪-৭৫৩৩) নামক বাসে করে কুমিল্লা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা আড়াটার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পৌঁছলে বন্দর থানা এলাকা থেকে একটি সাদা হাইএক্স গাড়ি এশিয়া লাইন বাসটিকে গতিরোধ করে এবং ৩-৪ জন লোক র‍্যাবের কটি পরিহিত অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে।

প্রবাসী রাজিব ভুইঁয়ার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানায় র‍্যাব পরিচায় ব্যক্তিরা। প্রবাসী রাজিব ভূইয়া মামলা নাই জানালে দুই প্রবাসীকে অস্ত্র ঠেকিয়ে টানা হেছড়া ও মারধর করিয়া বাস থেকে নামিয়ে সাদা হাইএক্স গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় বাসের ড্রাইবার তুলে নেওয়ার ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। ভিডিওতে দেখা যায়,ভোক্তভোগি প্রবাসী আবু হানিফ বলছে,ভাই আমাকে থানাতে নিয়ে যান,আপনারা কারা পরিচয় দেন! এই কথা বলায় মারধর করা শুরু করছে। বাসে থাকা যাত্রীরা তাদের পরিচয় জানতে চাইলে তাদেরকেও গালমন্দ করেন।আবু হানিফ তালাশ বাংলাকে আরো জানায়, র‍্যাবের পরিচয়ে ৪-৫ জন ব্যক্তি সাদা হাইএক্স গাড়িতে উঠিয়ে হাত-পা, চোখ বাঁধিয়ে ফেলে এবং শারীরিক ভাবে নির্যাতন করে।দুই প্রবাসীর সাথে থাকা নগদ সর্বমোট ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা এবং ৫০০০/- ব্রিটিশ পাউন্ড, যাহার বাংলাদেশি মূল্য ৭.৭৫,০০০/- (সাত লক্ষ পঁচাত্তর হাজার) এবং ২,০০০/- অস্ট্রেলিয়ান পাউন্ড, যাহার বাংলাদেশী মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা, সর্বমোট ২১,৩৫,০০০/- (একুশ লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা,২টি মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা)।প্রবাসী আবু হানিফ এবং রাজিব ভূইয়ার মোট ৩টি পাসপোর্ট, জামা কাপড় ও অন্যানা মূল্যবান সামগ্রী সহ দুইটি ব্যাগ জোর পূর্বক ছিনাইয়া নিয়া যায়।র‍্যাবের পরিচয়ে সদস্যরা তাদের গাড়িতে ৩-৪ ঘুরিয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা ডেমরা এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত স্থানে ফেলে চলে যায়।র‍্যাব পরিচয় ব্যক্তিদের সাথে ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও পিস্তল ছিল এবং কয়েকজনের গায়ে র‍্যাবের কটি ছিল। পরিত্যক্ত স্থান থেকে দুই আহত প্রবাসীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। এ বিষয়ে প্রবাসী আবু হানিফ তালাশ বাংলাকে জানায়,তারা দুই জন বন্দর থানায় একটি অভিযোগে করেন কিন্তু ৫-৬ দিন হয়ে গেছে তবুও র‍্যাবের পরিচয় এবং মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বন্দর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম তালাশ বাংলাকে বলেন,বাসে ডাকাতি ঘটনায় ভোক্তভোগি প্রবাসী আবু হানিফ থানায় একটি অভিযোগ করেছে।অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি হাইএক্স গাড়ি সনাক্ত করা হয়েছে।আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *