ছবি: তালাশ বাংলা প্রতিনিধি

আউলিয়াদের দর্শন সমুন্নত থাকলে দেশে শান্তি থাকবে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভাণ্ডার দরবার শরিফ জিয়ারত করেন। ছবি : কালের কণ্ঠ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল শনিবার ফটিকছড়ির ঐতিহাসিক মাইজভাণ্ডার দরবার শরিফ জিয়ারত করেছেন। তিনি মাইজভাণ্ডার আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারী, হজরত গাউছুল আজম শাহসুফি সৈয়দ গোলামুর রহমান (ক.) মাইজভাণ্ডারী, শাহসুফি সৈয়দ আবুল বশর মাইজভাণ্ডারী, শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী এবং তাঁর বোনের শ্বশুর সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ মাইজভাণ্ডারী, গাউসুল ওয়ারা শাহসুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.)-এর মাজার শরিফ জিয়ারত করে দেশ ও বিশ্ববাসীর কল্যাণে দোয়া কামনা করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, আউলিয়ায়েকেরাম ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠিত করেছেন প্রেম ও ভালোবাসার মাধ্যমে। এখানে হিংসা, পরনিন্দার পরিবর্তে মানুষে মানুষে শান্তি, সম্প্রীতির মেলবন্ধন রচিত হয়। আউলিয়াকেরামের মাধ্যমে প্রচারিত শান্তি, সম্প্রীতির দর্শন সমুন্নত থাকলে দেশ ও সমাজে শান্তি, শৃঙ্খলা বজায় থাকবে। মোনাজাত পরিচালনা করেন দরবার শরিফের শাজ্জাদানশিন শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী, শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। এ সময় উপস্থিত ছিলেন আওলাদগণের মধ্যে সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফরহাদ উদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ জুবায়ের আহমদ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ রুবাব মাইজভাণ্ডারী। জিয়ারত শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মাইজভাণ্ডার দরবার শরিফের আওলাদ এবং সফরসঙ্গীদের নিয়ে তাঁর বোনজামাই সৈয়দ ফরহাদ উদ্দিন মাইজভাণ্ডারীর সৌজন্যে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। এদিকে হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম ওরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ‘ক’, ‘খ’ ও ‘গ’ জোনের অধীন সব শাখার উদ্যোগে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহবাজার থেকে মোটর শোভাযাত্রাটি শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর, চট্টগ্রাম-রাঙামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে নোয়াজিষপুর মুঈনিয়া আজিজিয়া মাদরাসা, উম্মুল আশেকিন সৈয়দা সাজেদা খাতুন হেফজখানা ও এতিমখানার মাঠে গিয়ে আলোচনাসভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সচিব মুহাম্মদ আলী মাস্টারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক জে এ এম ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক নুরুল হুদা চেয়ারম্যান, নাছিম উদ্দিন চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, ইউছুপ আলী, প্রফেসর আবু তাহের, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, জাকের হোসেন মাস্টার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, রাউজান উপজেলা ‘ক’, ‘খ’ ও ‘গ’ জোনের সমন্বয়ক সাকিদুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর, আবু তৈয়ব মাস্টার, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম, মিনহাজুল আবেদিন, টিটন বৈদ্য, নাজিম উদ্দিন কালু প্রমুখ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *