ছবি: তালাশ বাংলা

কুমিল্লার বুড়িচং উপজেলার সালদা-কুমিল্লা সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় শংকুচাইল ডিগ্রি কলেজের ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে (১৯ জানুয়ারি ২০২৫) রোববার দুপুরে সালদা-কুমিল্লা সড়কের চড়ানল এলাকায়।বিষয়টি নিশ্চিত করেন,শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাদেক হোসেন ভূঁইয়া। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের অদুদ মেম্বারের বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহাবুবুর রহমানের ছেলে রেজোয়ান ইসলাম জাহিদ ও একই এলাকার পালন বাড়ির আবুল কালামের ছেলে সামির ভূঁইয়া শংকুচাইল ডিগ্রি কলেজ থেকে বাড়ির ফেরার পথে সালদা-কুমিল্লা সড়কের চড়ানল চৌধুরী ব্রিজ এলাকায় পৌঁছলে এক শ্রমিক সামনে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে রেজোয়ান ইসলাম জাহিদের মৃত্যু হয়। তার সাথে থাকা গুরুতর আহত বন্ধু সামির ভূঁইয়াকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তাকে আইসিউতে প্রেরণ করেন। স্থানীয় এক মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ ইকবাল হোসেন চৌধুরী জানায়,তারা দুই বন্ধু কলেজ থেকে মোটরসাইকেল দিয়ে বাড়িতে ফেরার পথে সড়কে এক শ্রমিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় একজন মারা যায়।নিহত জাহিদের জানাজা রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নিহতের বাড়িতে শোকের মাতম চলছে। শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাদেক হোসেন ভূঁইয়া তালাশ বাংলাকে জানায়,আমি ঘটনাটি শুনেছি এবং হাসপাতালে দেখে এসেছি। কলেজের কয়েকজন শিক্ষক নিতহের বাড়িতে দেখতে গেছেন।নিহত রেজোয়ান ইসলাম জাহিদ দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন ও আহত সামির ভূঁইয়া ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র। এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক তালাশ বাংলাকে জানায়,আমি বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *