কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন এর নারায়ণসার গ্রামের ‘হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন’ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে গ্রামের বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক, আমেরিকান সিটিজেন মোঃ শাহ আলম এর ভার্চুয়াল উপস্থিতে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আবু তাহের কন্ট্রাক্টর। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা নাজিস ছিদ্দিকি আল কুরাইশ (জৈনপুরী) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার সুলতানা আহমেদ, ইঞ্জিনিয়ার নুরুল হক, মোঃ শাহজাহান, ফজলুল হক লাকি, মাওলানা লতিফুর রহমান, কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক, মাওলানা মোঃ মজিবুর রহমান, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, জাকির হোসেন, আবুল কালাম, কবির হোসেনসহ আরো অনেকে। ব্যবস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আমেরিকান সিটিজেন মো: অলি উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা ও বাস্তবায়নে ছিলেন রফিকুল ইসলাম মাস্টার ও মো. রিয়াজ উদ্দিন বাবলু। অনুষ্ঠান সফল করতে সেচ্ছাসেবী হিসেবে ছিলেন, মোঃ শহিদুল ইসলাম শহীদ, আব্দুর রব লাকি, শফিকুল ইসলাম মনির, আব্দুল কাইয়ুম, ইউসুফ পাপড়ি, মামুন আল সৈকত, গোলাম মোস্তফা, শাহ আলম মোল্লা প্রমূখ। আলোচনা শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও তাবারুক বিতরণের করা হয়। উল্লেখ্য, হাজী আব্দুল খালেক ফাউন্ডেশন এর কার্যক্রম সমূহ হল- অসহায় মানুষের জন্য -ঘর নির্মাণ করা, টিউবওয়েল স্থাপন করা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় স্বজনের শিক্ষা বাবদ শিক্ষা ফি সহযোগিতা করা, ওয়াজ ও তাফসির মাহফিলে অনুদান করা, অসহায় স্বজনদের নিয়ে গরু কুরবানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *