ছবি: তালাশ বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে হাজী জসীম উদ্দিনের দিকনির্দেশনায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার হিসেবে প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে বাকশীমূল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হক সবুজ। কম্বল বিতরণের সময় বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম খান লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাকশীমুল ইউনিয়ন ৩ ওয়ার্ড বিএনপি নেতা মোঃ জাকির হোসেন, বুড়িচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তানজিবুর রহমান শুভ, বাকশীমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামাল হোসেন। বুড়িচং উপজেলা যুবদল নেতা কাউসার,আশ্রাফুল, ছাত্রদল নেতা খোরশেদ আলম খান, মোঃ নাছির উদ্দীন, সাগর আহমেদ রাজ, ইঞ্জিনিয়ার হৃদয়,হাসিব সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর অনেক নেতাকর্মী।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি এনামুল হক সবুজ বলেন, গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে পারিনি।আমাদেরকে মামলা হামলা দিয়ে দূরে রেখেছে।অবৈধ ও ফ্যাসিস্ট সরকার গত ৫ ই অগাস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা অসহায় মানুষের পাশে আছি।এই তীব্র শীতে আপনাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জননেতা হাজী জসীম উদ্দিন এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে এ শীতে কম্বল উপহার সামগ্রী বিতরণ করছি।আগামীতে সব ধরনের সহযোগিতা ও পাশে থাকবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *