সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা বিওপির অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে অর্ধকোটি টাকার ৪৩০ পিস ভারতীয় শাড়ী জব্ধ করেছে। বিজিবি সূত্রে জানা যায়,গত ২৮ ডিসেম্বর রাত ০৯:৩০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার সীমান্ত খারেরা বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮,২৬,০০০/- (আটচল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা মূল্যের ৪৩০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *