১৩ বছরের পর দেশে ফিরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের (কুমিল্লা-৩) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দরে তাকে বরণ করতে আসেন অর্ধ লক্ষাধিক নেতাকর্মী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কায়কোবাদ বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে আমরা কোনো অবস্থাতেই বেঈমানী করতে পারি না। ৯৬ ও ২০০১ সালের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, “স্বাধীনতার লক্ষ্য পূরণে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ সরকারের অবসান ঘটাতে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে একত্রিত হতে হবে।” কায়কোবাদ দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও দলের আদর্শ ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শে আমাদের দল পরিচালিত হতে হবে। তার মতো সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বই দেশের প্রয়োজন।” বিমানবন্দরে সংবর্ধনা শেষে কায়কোবাদ নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। কায়কোবাদ বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে কষ্ট সহ্য করেছেন, তা আর কেউ করেনি। তার জন্য সবাই দোয়া করবেন।” কায়কোবাদের প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা ব্যাপক আনন্দ-উল্লাস করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান বলেন, “আমাদের নেতা কায়কোবাদ দাদা আমাদের অহংকার। তার ফিরে আসা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।”