কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে খঞ্জনী এলাকা থেকে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও থ্রিপিচ জব্দ করেছে বিজিবি। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,( ২৩ ডিসেম্বর ২০২৪) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী বুড়িচং উপজেলার অন্তর্গত রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় সীমান্ত পিলার ২০৬৩/এম হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনী মাঠ নামক স্থান হতে ১,০০,০৫,০০০/- (এক কোটি পাঁচ হাজার) টাকা মূল্যের ১৯১১ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ৫০ পিস ভারতীয় থ্রিপিস জব্দ করে। সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে। চোরা চালান প্রতিরোধে ৬০ বিজিপির এ কার্যক্রম অব্যাহত থাকবে।