কল্যানমূলক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরযাত্রাপুর ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড (কর্যে হাসানা ফান্ড) এর উদ্যোগে অটোরিকশা বিতরণ করা হয়।প্রেস বিজ্ঞাপ্তিতে জানায়,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড গোসাইপুর এর উদ্যোগে বেকারত্ব দূরীকরণ, কল্যানমূলক সমাজ গঠনের নিমিত্তে গঠিত “কর্জে হাসানা ফান্ড” এর মাধ্যমে স্বাবলম্বী করণ প্রকল্পের অধীনে গোসাইপুর গ্রামের একটি অস্বচ্ছল পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। অদ্য (২৩ ডিসেম্বর২০২৪) সোমবার গোসাইপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরযাত্রাপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক, কর্যে হাসানা ফান্ডের সম্মানিত সভাপতি জনাব রাশেদুল হক এর সঞ্চালনায় প্রবীণ আলেম, জামায়াতে ইসলামী পীরযাত্রাপুর ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা ও সাবেক আমীর মৌলভী নূরুল আমীন হাফিজাহুল্লাহর সভাপতিত্বে কর্যে হাসানা ফান্ডের প্রথম প্রকল্প অটোরিকশা বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস অটোরাইছ মিল এর সম্মানিত পরিচালক শ্রীপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুল বাতেন ভূঁইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে কল্যানমূলক সমাজ বিনির্মাণ ও বেকারত্ব দূরীকরণে কর্যে হাসানা ফান্ড গঠন করায় কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন, কর্যে হাসানা ফান্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে ভবিষ্যতে কর্যে হাসানা ফান্ডের এমন উদ্যোগ চলমান থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইপুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি রফিকুল ইসলাম মেম্বার,বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ ইউনুছ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক জহিরুল হক বাচ্চু, জামায়াত নেতা মুক্তল হোসেন আর্মি, ময়নাল হোসেন, আব্দুর রব, কামাল হোসেন, বক্তারা তাদের বক্তব্যে কর্যে হাসানা ফান্ডের এমন উদ্যোগ কে সাধুবাদ জানান, তাঁরা বলেন একটি বেকারত্ব মুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারি ছাত্রনেতা সানাউল্লাহ রাসেল তার বক্তব্যে বলেন সমাজ গঠনে, স্বাবলম্বী করণের ক্ষেত্রে কর্যে হাসানা পদ্ধতির বিকল্প কিছু নেই,এটি আল্লাহ রাসূলের শেখানো একটি পদ্ধতি। যার মাধ্যমেই সম্ভব একটি কল্যানমূলক সমাজ বিনির্মাণ। এসময় বক্তাদের বক্তব্যে ওঠে আসে ইসলামি বিধান ই পারে একটি কল্যানমূলক সমাজ গঠন করতে, এর বাহিরে কোন ভাবেই শান্তির সমাজ গঠন সম্ভব নয়। অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন, মিজানুর রহমান,রবিউল হাসান, গোলাম আযম, ইসরাইল সাঈদী, মফিজুল ইসলাম, বাবুল হোসেন, আইয়ুব আলী, আবুল কালাম, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । সকলের উপস্থিতিতে অটোরিকশা চাবি উপকার ভোগী পরিবারের প্রধান সদস্যর হাতে তুলে দেন প্রবীণ আলেম জামায়াতে ইসলামী পীরযাত্রাপুর ইউনিয়ন প্রধান উপদেষ্টা ও সাবেক আমীর মৌলভী নূরুল আমীন হাফিজাহুল্লাহ, সমাপনী বক্তব্যে কর্যে হাসানা ফান্ডের সম্মানিত সভাপতি জনাব রাশেদুল হক কর্যে হাসানা ফান্ডের মিশন ও ভিশন তুলে ধরেন, যারা এ মহত কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ছাত্রনেতা মু.সানাউল্লাহ রাছেল এর দোয়া মোনাজাত এর মাধ্যমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।