ঢাকা’চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় কোরপাই এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কোরপাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই পথচারীর নাম নজরুল ইসলাম নজির (৩৭)। তিনি বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের মৃত : আমিনুল ইসলামের ছেলে। নজির পেশায় একজন দিনমজুর ছিলেন। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বুড়িচংয়ের কোরপাই এলাকায় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস পথচারী নজিরকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হসপিটালে নেয়ার পথে তিনি মারা যান।