কুমিল্লায় উদযাপিত হয়েছে বিজয় দিবস।১৬ ডিসেম্বর প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে হয়েছে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এরপরই কুমিল্লা টাউন হল মাঠের শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকেও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন । এরপর কুমিল্লা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতে শহীদের জানানো হয় সশস্ত্র সালাম। শহীদ বেদীতে ফুলের শ্রদ্ধায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সদস্য সচিব হাজী জিসম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান।