ছবি: তালাশ বাংলা

বাড়বে বুদ্ধি,বাড়বে বল,খাবার হবে রঙিন সবজি ও দেশি ফল’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া(বড়বাড়ি )এস,এইচ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছর ১৬ই ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী ঢাকা ও কুমিল্লার ৩৩জন বিশিষ্ট চিকিৎসক দ্বারা ফ্রী চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এইচ ফাউন্ডেশন এর সভাপতি ও মানবিক ডাক্তার সাইফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজা খাতুন এবং সাহিদা বেগম।এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।অনুষ্ঠানের অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি ডঃ সাইফুল হক। তিনি বলেন আমার বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিবছর এই দিনে আয়োজন করে থাকি। ইনশাল্লাহ সামনের দিকে বিভিন্ন দিবসে আরো উন্নত ফ্রি চিকিৎসার এবং ওষুধ দেওয়ার ব্যবস্থা করব। এ সময় অতিথিরা বলেন,এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়।এস এইচ ফাউন্ডেশন গত পাঁচ বছর ধরে এরকম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে। এ সময় ক্যাম্পের নিউরোসার্জারি বিভাগ, শিশুরোগ বিভাগ, নাক কান গলা বিভাগ,শিশু সার্জারি বিভাগ, মেডিসিন বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ, স্কিনরোগ বিভাগ ,চক্ষু বিভাগ, গাইনি বিভাগ, হৃদরোগ বিভাগ,এবং ফিজিওথেরাপি সহ সর্বমোট দশটি বিভাগে বিভক্ত হয়ে ৩৩ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা দিনব্যাপী বুড়িচং উপজেলার প্রায় ৬ হাজার অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা করেন এস এইচ ফাউন্ডেশন। প্রতিবছর এই দিনে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *