ছবি: তালাশ বাংলা

ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ ঔষধসহ ৪ জন চোরাকারবারি ও ১ টি সিএনজি আটক করেছে ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। (১৬ ডিসেম্বর ২০২৪) সোমবার সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জ্বালা বিওপি কর্তৃক ১৫ ডিসেম্বর রোববার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ২০৭৪/২-এস হতে আনুমানিক ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমড়াতলী নামক স্থান হতে ৩০,৩৩,৫০০/- (ত্রিশ লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ (CHOLECALCIFEROL VITAMIN D3 INJECTION) ৫,৬৩০ পিস এবং ১টি সিএনজিসহ ৪ জন বাংলাদেশি চোরাকারবারী। আটককৃত ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর এলাকার মৃত.আলী আহম্মদের ছেলে মোঃ রহমত আলী (৪০),আব্দুর রউফের ছেলে মোঃ মেহেদী হাসান (২১), দুলাল মিয়ার ছেলে মোঃ সাগর ইসলাম (২১), ব্রাহ্মণপাড়ার শশীদল এলাকার মোঃ মুনসুর আলীর ছেলে জাহিদুল ইসলাম(২০)।সূত্রে জানা যায়,আরো দুই জন পলাতক রয়েছে।আটককৃত আসামীসহ জব্দকৃত অবৈধ ঔষধ ও সিএনজি কুমিল্লা জেলার আদর্শ সদর থানায় সোপর্দ করা হয়েছে।বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *