কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সহায়ক কর্মসূচি অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করেন কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা। (৮ ডিসেম্বর ২০২৪) রবিবার সকাল ১১টার দিকে বাকশীমূল ইউনিয়ন পরিষদে কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা উদ্যোগে ও মুক্তবুদ্ধি সাংস্কৃতিক কর্মীবৃন্দ,টরন্টো,কানাডা সহযোগীতায় উক্ত সহায়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন রেজা মেম্বারের সভাপতিত্বে ও দিপ্ত রাজের সঞ্চালনায় কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আবু নাছের মানিকের সার্বিক তত্বাবধনে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কানাডা থেকে হিমাদ্রি রায়,নাজমা কাজী কানাডা।অনুষ্ঠানে মাহবুব আলম,মোশাররফ,মাহফুজ আলম মেম্বার,শিল্পী আক্তার মেম্বার,শাহাদাত হোসেন মেম্বার,বাকশীমূল গ্রামের ত্রাণ কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয় সহ অন্যান্যরা।
